রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক আর নেই

বিনোদন ডেস্ক: আজ রবিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিতা হকের ননদাই শিল্পী সোহরাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব উদ্দিন জানান, গত ৩১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হন মিতা হক। একপর্যায়ে করোনা থেকে সেরে উঠে হাসপাতাল থেকে বাসায় চলে আসেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন। এ কারণে তাঁর ডায়ালিসিস করতে হতো। গতকাল শনিবার (১০ এপ্রিল) ডায়ালিসিসের সময় তাঁর প্রেসার ফল করে। এরপর বাসায় নেওয়ার পরও আবার তাঁর প্রেসার ফল করলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাঁকে। এ সময় চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। একপর্যায়ে আজ রবিবার সকালে চিরদিনের জন্য বিদায় নিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে মিতা হকদের আদি বাড়িতে তাঁকে দাফন করা হবে।

আইএনবি/বিভূঁইয়া