রাজারহাটে প্রোটিন সমাহার শো-রুম উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে একই ছাদের নীচে সকল প্রাণিজ আমিষের প্রোটিন সমাহার এর শো-রুম উদ্বোধন হয়েছে।

রোববার (১জুন) দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহোযোগিতায় ইফাদের অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফারমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে ৩বছর মেয়াদি নিরাপদ পোল্ধিসঢ়;ট্র ও পোল্ধিসঢ়;ট্রজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেলুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলার রাজারহাট বাজারের কলেজ রোডস্থ প্রেটিন সমাহার শো-রুম উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল হাসান, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মো. ফেরদৌস হাসান ও বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শো-রুম মালিক মো.মীর মোশাররফ হোসেন, প্রেসক্লাব রাজারহাট এর সেক্রেটারী প্রহলাদ মন্ডল সৈকত ও সাংবাদিক আনিছুর রহমান লিটন প্রমূখ।

 

এসময় প্রধান অতিথির মাধ্যমে শো-রুম মালিককে ২য় পর্যায়ে ২লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়। এই শো-রুমে নি¤œ শ্রেনির মানুষ থেকে উচ্চবৃত্ত শ্রেণির মানুষ প্রানিজ আমিষ দুধ ডিম মাংস সর্বনি¤œ একশত গ্রাম পর্যন্ত ক্রয় করতে পারবেন বলে
শো-রুম মালিক জানিয়েছেন। শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া রংপুর সদর, গাইবান্ধা সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এ প্রকল্প কাজ করছে এবং এসব শো-রুমে এককালীন ৬ লাখ টাকার অনুদান প্রদান করা হবে বলে আরডিআরএস বাংলাদেশ এর বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী জানিয়েছেন।

 

আইএনবি/এম আ/বিভূঁইয়া