একাকীত্বকে ‌‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করল

স্বাস্থ্য ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি কাউন্টিতে একাকীত্বকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফক্স নিউজ জানিয়েছে, সান ম্যাটেও কাউন্টি সান ফ্রান্সিসকো বে এলাকায় অবস্থিত।

এই কাউন্টিতে ৩০ জানুয়ারি থেকে একাকীত্বকে স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একাকীত্বকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে। সংস্থাটির মতে, একাকীত্ব মানুষকে মানসিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে হৃদরোগ, ডিমেনশিয়া, স্ট্রোক ও হতাশা, অস্থিরতা ও অসময়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে।

সান ম্যাটেওর পর্যবেক্ষক বোর্ড কোনো রকম বিরোধিতা ছাড়াও এই সিদ্ধান্ত নেয়। তাদের মতে একাকীত্ব দিনে এক প্যাকেট সিগারেট খাওয়ার চেয়েও বেশি ক্ষতি করে।

জানা গেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একাকীত্ব সংকট মোকাবেলার জন্য ‘মিনিস্টার অব লনলিলেস’ পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে।

 

আইএনবি/বিভূঁইয়া