কুড়িগ্রাম প্রতিনিধি: ঐতিহাসিক গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে অদ্যম মেধাবী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ৩৬জুলায়ে লালমনিরহাটে আওয়ামীলীগের বাসায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) আশাদুল হক, থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শহীদ রাজিবের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসান জিহাদী সহ অনেকে। পরে শহীদ রাজিবের কবর জিয়ারত করা হয়।
এসময় শহীদ রাজিবের মা বার বার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমি কি অপরাধ করেছি, যার কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো। আমি অনেক কষ্ট করে ওকে তৈরি করেছি। লেখাপড়ার পাশাপাশি রাজিব এতোগুলো সার্টিফিকেট অর্জন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরষ্কার পেয়েছে। এগুলো আমি কি করবো। আমার সোনা তলে তলে এতো বড় হয়েছে আমি বুঝতে পারি নাই। ২০২৪সালের ৫আগষ্ট লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ছয়জনের মৃতদেহের সাথে রাজিব উল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।
আইএনবি/এ আ / বিভূঁইয়া