সৌদি নাগরিকরা তেলের দাম ৩৪ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলছেন তেলের দর বৃদ্ধি অগ্রহনযোগ্য। তেলের নতুন দর জুলাই থেকে কার্যকর করা হয়েছে। গালফ নিউজ

দেশটিতে গ্যাসোলিন ৯১ মানের জালানি লিটার প্রতি দর ০.৯৮ থেকে ১.২৯ রিয়াল ও গ্যাসোলিন ৯৫ মানের জালানি ১.১৮ থেকে ১.৪৪ রিয়াল করা হয়েছে।

এক সৌদি নাগরিক ওমর বিন আব্দুল আজিজ বলেছেন এমনিতে ঘন ঘন কর বৃদ্ধি করা হয়েছে, এখন ফের জালানির দর বৃদ্ধিতে সাধারণ মানুষের মনে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি করছে। এধরনের কর ও জালানি বৃদ্ধি করলে মানুষ অর্থনীতিকে গতিশীল করে তুলতে পারবে না।

সম্প্রতি সৌদি আরবে ভ্যাট তিনগুণ অর্থাৎ ৫ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়।

আইএনবি/বি.ভূঁইয়া