সামাজিকভাবে এখন ছড়াচ্ছে করোনাভাইরাস

স্বাস্থ্য ডেস্ক: আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নারায়নগঞ্জসহ বেশ কয়েকটি এলাকা বেশি সংক্রমিত হয়েছে। রোববার দেশের সব এলাকার ডাইরেক্টরদের সঙ্গে আলাপ হয়েছে। যেসব এলাকা বেশি সংক্রমিত হয়েছে সেসব এলাকায় হয় ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে লোক গিয়েছে। এ বিষয়ে আমাদের আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউনটা বেশি জোরদার করতে হবে। এই এলাকাগুলোকে বেশি নজরদারিতে রাখতে হবে।

মন্ত্রী বলেন, এখনো লক্ষ্য করা যাচ্ছে বেশির ভাগ মানুষ নির্দেশনা মানছেন না। বাইরে ঘোরা ফেরা করছেন। বাজারে ভীড়ের মধ্যেই চলা ফেরা করছে। লকডাউন কেউ ঠিক ভাবে মানছেন না। বাইরে লোকজন অযথা ঘোরাফেরা করছে। ইতমধ্যে ঢাকায় সামাজিক ট্রান্সমিসন হয়ে গেছে। তাই যত বেশি ঘুরবে তত বেশি আক্রান্ত হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালে লাখ লাখ রোগি চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাই আমাদের সাবধানে থাকতে হবে। বাসায় থাকতে হবে। তাহলেই আক্রান্ত হওয়ার সুযোগ নেই। টেস্ট করতে হবে। যারা আক্রান্ত হবেন শুধু তাদেরকেই চিকিৎসা দেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া