মতলবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন নিখিল

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বছর ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি কর্মীকে তিনটি (ফলজ, বনজ, ওষুধি) করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

এরই অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁদপুর জেলার মতলবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক  মো: মাইনুল হোসেন খান নিখিল। উত্তর মতলব উপজেলার হরিনা কবরস্থানে ‘গাছ লাগান জীবন বাঁচান ” শ্লোগানে খান পরিবারের আয়োজনে  পাঁচ শতাধিক গাছের চারা রোপন  করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধণ করেন তিনি।

এসময় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন,  মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে  সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ফলজ, ঔষুধি ও বনজ গাছ রোপন করার কর্মসূচি নিয়েছে যুবলীগ। এরই অংশ হিসেবে উত্তর মতলব উপজেলার হরিনা কবরস্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবন বাচাঁতে সাহায্য করে।

তিনি আরো বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল, তখন যুবলীগের নেতাকর্মীরা কিন্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।  এখনও  জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত যুবলীগ মানুষের পাশে থাকবে।

এ সময়  খান পরিবারের সদস্য  মোজাম্মেল হক খান টগর , ছাত্র নেতা মাসরুর হোসেন খান নাবিল ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার  হোসেন খান  সুফল, মোকারম  হোসেন খান  ওপেল ,  গোলাম আরেফিন হিমেল , যুবলীগ নেতা ইন্জি. মুক্তার  হোসেন চৌধুরী কামাল,  এ্যাড. গোলাম কিবরিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আতিকুর রহমান, শাহাজান মোল্লা, মোঃ মজিবুর রহমান, এটিএম আসাদুজ্জামান, ফরিদ আহম্মেদ ইওেফাক, মোঃ মনির হোসেন মিয়া, সাইফুল ইসলাম খোকন, মোঃ নজরুল ইসলাম খান, আঃ রশিদ প্রধান, সাইফুল ইসলাম মানিক, মোঃ শামিম হোসেন, মোঃ জাহিদুল ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন।