দেশের পল্লবী থানায় হামলার দায় স্বীকার করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইসলামিক স্টেট বুধবার (২৯জুলাই) ঢাকার একটি থানায় হামলা চালানোর দাবি করেছে।

সাইটের পরিচালকে রিটা কাতজ একটি টুইট বার্তায় লিখেছেন, ঈদুল আজহার আগে তাদের নতুন দফা হামলা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে আইসিসি দাবি করছে।

কাতজ বলছেন, ২০১৯ সালের অগাস্টের পর বাংলাদেশের রাজধানীতে আইসিসের এই প্রথম হামলা।

তবে বুধবার ভোরে ঢাকার পল্লবী থানার ভেতর বিস্ফোরণ সম্পর্কে বাংলাদেশের পুলিশ বলেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরঞ্চ অপরাধীদের কাছ থেকে আগে উদ্ধার করা একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বিবিসিকে বলেন, ‘পল্লবী থানায় কোনো আইইডি’র বিস্ফোরণ ঘটেনি, তবে সেখানে অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা যে বিস্ফোরক ছিল, তার বিস্ফোরণ ঘটায় পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।’

ভোর পাঁচটা নাগাদ পল্লবী থানার ভেতরে ওই বিস্ফোরণে পুলিশের চারজন সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
সূত্র : বিবিসি

আইএনবি/বি.ভূঁইয়া