চুয়াডাঙ্গা টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (১৪ মে) রাত তখন ১১টা ২৫ মিনিটে এক ভয়ঙ্কর টর্নেডো আঘাত হানে। এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা।

এদিকে ৩০ মিনিটের টর্নেডোতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে শত শত গাছপালা ও ঘর বাড়ি ভেঙে গেছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় শ’ শ’ মানুষ। অনেকে এখন মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন।

এই প্রসঙ্গে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে প্রথমে ভারী বৃষ্টি হয়। পরে প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে।

এতে সদর উপজেলাসহ দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গার বিস্তীর্ণ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে টর্নেডোর পর থেকে জেলার চারটি উপজেলাতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ইন্টারনেট ব্যবস্থাও।

আইএনবি/বি.ভূঁইয়া