করোনায় ৫ নারীসহ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন, শনাক্ত ৩০৯

আইএনবি নিউজ: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪’শ ২২টি। এরমধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩’শ ৩৭টি। উল্লেখ শুক্রবার থাকার কারণে বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেননি। এপর্যন্ত কোভিড আক্রান্ত ব্যাক্তি ৪ হাজার ৯’শ ৯৮ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। মোট মৃত্যু ১৪০ জন। এদের বয়স হিসেব করলে দেখা যাচ্ছে ৯ জনের মধ্যে ৭ জনেরই বয়স ৭০ এর বেশি, ৫১-৬০ বছরের একজন, ৬০ উর্দ্ধো একজন।

এদের মধ্যে ঢাকার তিনজন। ঢাকার বাইরে ৬ জন। নারায়ণগঞ্জে ২, টাঙ্গাইলে ১, মাদারীপুরে ১, ময়মনসিংহ ১ এবং জয়পুরহাটে ২ জন মৃত্যু বরন করেছেন।

গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে হোম এবং প্রাতিষ্ঠানিক মিলিয়ে ১২৪ জন। এপর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৩’শ ৯৫ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৫৭ জন। এপর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ১’শ ৬৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৪ হাজার ৪’শ ৯১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৬ হাজার ৪’শ ৮০ জন। মোট ৮০ হাজার ৯’শ ৭১ জন কোয়ারেন্টাইনে আছেন।

পিপিই এপর্যন্ত সংগ্রহ হয়েছে ১৫ লাখ ১৬ হাজার ১’শ ৯০টি। বিতরণ করা হয়েছে এপর্যন্ত ১২ লাখ ৫২ হাজার ২’শ ৩৩। বর্তমানে মজুদ আছে ২ লাখ ৬৩ হাজার ৯’শ ৫৭টি। গত ২৪ ঘন্টায় নতুন কোনো পিপিই সংগ্রহ হয়নি। তবে বিতরণ হয়েছে ১০ হাজার ১’শ ৪৫টি।

অমোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৩৯৭টি। ১৪ লাখ ৪৩ হাজার ৬৭০টি।

আইএনবি/বিভূঁইয়া