আরো ১৬৮ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন

আইএনবি নিউজ: বৃহস্পতিবার বিকাল ৩টা ১৮ মিনিটে ব্রিটিশ নাগরিকরা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

শনিবার (২৫ এপ্রিল) ১৯৮ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরে গেছেন। কোভিড ১৯ মহামরীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশীরা বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সরকারের অনুমতিক্রমে এই ফ্লাইট পরিচালিত হচ্ছে। তাছাড়া, এসব নাগরিকদের সব ধরনের চেকআপ করছে ব্রিটিশ এম্বাসি। এখন পর্যন্ত তাদের এটিই শেষ ফ্লাইট বলেও জানান তিনি। সরকার থেকে এখনো আর কোনো ফ্লাইটের বিষয়ে জানানো হয়নি।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

আইএনবি/বিভূঁইয়া