রমজান মাসে সরকারি-বেসরকারি কলেজেও চলবে ক্লাস

আইএনবি ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি কলেজেও ক্লাস চলবে বলে জানিয়েছে ।

সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৮ ফেব্রুয়ারির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে ৩৭০০,০০০০,০৬৯,০৬,০০১/১৯.১৭২৫ নং স্মারকে জারিকৃত সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৪ সালের (১৪৩০-৩৪৩১ বঙ্গাব্দ বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে আগামী ১০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ হতে ২৪ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনেরো) দিন সরকারি ও বেসরকারি কলেজসমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

এর আগে প্রাথমিকে ও মাধ্যমিকেও শিক্ষাসূচি সংশোধন করে রমজানে ক্লাস চালু রাখার নির্দেশনা জারি করে সরকার।

আইএনবি/বিভূঁইয়া