ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়া রাষ্ট্রদূতদের ডেকে পাঠাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পূর্ণ সদস্যতার জন্য ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে পাঠাবে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের পূর্ণ সদস্যতার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। এতে ১২ দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দেয়। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোট দানে বিরত ছিল এবং প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।

শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমার্স্টেইন বলেছেন, তার মন্ত্রণালয় ‘জাতিসংঘে ফিলিস্তিনিদের মর্যাদা উন্নীত করার পক্ষে নিরাপত্তা পরিষদে ভোট দেওয়া দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে প্রতিবাদ জানানোর জন্য তলব করবে। ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, মাল্টা, স্লোভাক প্রজাতন্ত্র এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতদের আগামীকাল (রোববার) তলব করা হবে এবং তাদের কাছে কঠোর প্রতিবাদ পেশ করা হবে।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলোর কাছে একটি অভিন্ন প্রতিবাদপত্র উপস্থাপন করা হবে।’

ওরেন আরও বলেন, ‘স্পষ্ট বার্তায় রাষ্ট্রদূতদের বলা হবে :ফিলিস্তিনিদের প্রতি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ৭ অক্টোবরের গণহত্যার ছয় মাস পরে সন্ত্রাসবাদের জন্য একটি পুরস্কার।’

আইএনবি/বিভূঁইয়া