মুক্তিপণ আদায়ের ১১ মাস পর অপহরণকারীসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সদর মডেল থানা পুলিশ গরু ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ১১ মাস পর মূল অপহরণকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক খন্দকারের ছেলে মূল অপহরণকারী মোতালেব খন্দকার (৪২), রাজশাহী জেলার পুঠিয়া থানার কান্দা গ্রামের মৃত মোসলেম সরকারের ছেলে আলতাফ হোসেন (৫৬) ও দূর্গাপুর থানার গোপীনাথপুর পশ্চিমপাড়া খাসকামরা গ্রামের মৃত আমান আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (২৫)।

গ্রেফতারকতৃদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি কার ও ভুয়া নিয়োগ বাণিজ্যের কাগজপত্র জব্দ করা হয়েছে ।

সোমবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মূল অপহরণকারী মোতালেব খন্দকার একটি বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এই চক্রটি ভুয়া নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অনেককে প্রতারিত করেছে মর্মে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 

আইএনবি/বিভূঁইয়া