মহাখালীতে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আইএনবি নিউজ:রাজধানীর মহাখালীর আমতলীতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন মেডিকেল শিক্ষার্থীরা । ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ডিবিসি টিভি ও বার্তা২৪

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-করোনা মহামারিতে প্রুফ না নেওয়া, অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা এবং কোন শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া। মানববন্ধনে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সব সড়কে চলাচলকারী মানুষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে দুপুর ২টার দিকে তারা সড়ক ছেড়ে যায়। এরপরই সড়কগুলোতে যান চলাচল শুরু হয়।

আইএনবি/বি.ভূঁইয়া