মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা বিএনপি ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ, শহর বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে পারবেন না। এই দেশের মানুষ ছাত্র হত্যার বিচার করে ছাড়বে।

আইএনবি/বিভূঁইয়া