বন্যায় বিপর্যস্ত লক্ষ্মীপুর, পানিবন্দি ৭ লাখ মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি:অস্বাভাবিক বৃষ্টি ও উজানের পানির বন্যায় বিপর্যস্ত এখন লক্ষ্মীপুরের মানুষ। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।

জেলার ৫টি উপজেলার সাড়ে ৬ লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। মেঘনা, ডাকাতিয়া ও রহমতখালি নদীর পানি এখন বিপৎসীমার উপর দিয়ে বয়ে চলছে।

শুক্রবার সকাল থেকে পানি বেড়েছে আরো ২-৩ ফুট। হু হু করে পানি বেড়ে ডুবে গেছে নিম্নাঞ্চলের মানুষের বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। আক্রান্ত হয়েছে কৃষকদের ফসল। গ্রাম কিংবা শহর চারিদিকে থৈ থৈ করছে পানি। প্লাবিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে কমলনগর, রামগতি, সদর ও রায়পুরে।

এমন পরিস্থিতিতে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া বলেন, ১৮৫টি আশ্রয় কেন্দ্র ও ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শুকনো খাবার বিতরণের নির্শেনা দেয়া হযেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত রয়েছে ৮ হাজার ৫০০ জন মানুষ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে জেলায় প্রায় ২৫ হাজার পুকুর-জলাশয় ভেসে গেছে, ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন জানান, বন্যায় আমন ধানের বীজ তলা প্রায় ২ হাজার হেক্টর, রোপা আমন ধান, আউশ ধান ও শরৎকালীন সবজি আক্রান্ত হয়েছে। কৃষকদের জন্য বীজ সংগ্রহ করে রাখা হচ্ছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, বিভিন্ন বাঁধ খুলে দেয়া হয়েছে। বৃষ্টি নাহলে পরিস্থিতি উন্নতির দিকে ডাবে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া