হোমনায় ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার মানুষ

হোমনা প্রতিনিধি:অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লার হোমনা উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

পানির স্রোতে ইতোমধ্যে উপজেলার আলমপুর, শিবপুর, মনাইরকান্দি, ডহরগোপ, তাতুয়াকান্দি গ্রামসহ ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার, বিদ্যালয়, মসজিদ, ঈদগাহসহ রাস্তা-ঘাট।

সরেজমিনে গিয়ে দেখা যায় এবং স্থানীয় ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানা যায়, গত তিনদিন ধরে টানা ভারী বর্ষণ ও ভারত থেকে তীব্র বেগে নেমে আসা ঢলে হু হু করে গোমতী নদীর পানি বৃদ্ধি পায়। একপর্যায়ে বুধবার রাত থেকে নদীর পানি বৃদ্ধির ফলে হুমকির মুখে রয়েছে উপজেলার আলীরচর বেড়িবাঁধ। যে কোনো সময় এ বাঁধ ভেঙে যেতে পারে।বাঁধ ভেঙে গেলে পুরো উপজেলা পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হেমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, বৃহস্পতিবার থেকেই হোমনা উপজেলার পার্শ্ববর্তী আলীরচরের বেড়িবাঁধ রক্ষায় উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে এবং পানি বন্দি লোকজনকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। ক্ষতি উপজেলা প্রশাসন গ্রস্থদের পাশে রয়েছে। আশ্রয় কেন্দ্র চালু রাখা হয়েছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বেলা ১২ টা পর্যন্ত পানি কিছুটা কমতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা।

আইএনবি/বিভূঁইয়া