৪০ হাজার কমর্হীন পরিবারকে খাদ্য সহায়তা করলেন ইকবাল হোসেন অপু এমপি

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর॥
করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া প্রায় ৪০ হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু। তার নির্বাচনী এলাকা শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার ২৫টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি গত দুমাসে প্রায় ৪০ হাজার অসহায় গরীব কর্মহীন মানুষের বাড়ি বাড়ি রাত দিন পরিশ্রম করে নেতা কর্মীদের মাধ্যমে এই খাদ্য সহায়তা পৌছে দেন। সরকারী ত্রান সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থায়নে দলীয় ব্যানারে ও তার পিতার নামে সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি গত মার্চ মাস থেকে আমার নির্বাচনী এলাকায় জনসচেতনতা কার্যক্রম শুরু করেছি। এরপর আমি নিজস্ব অর্থায়নে একটি ত্রান তহবিল গঠন করেছি। এ তহবিলে আমার বন্ধুবান্ধব সহ শুভাকাংখি অনেকে সহায়তা প্রদান করেছে। আমি দলীয় ব্যানারে পালং জাজিরার ২৫টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার ৪০ হাজার কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়েছি। আরো ৩০ হাজার লোককে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার নেতা কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌছে দিয়েছে। আমার নির্বাচনী এলাকার কেউ যাতে না খেয়ে না থাকে তাই আমি সাধ্যমত চেষ্টা করবো তাদের সহায়তা করতে।