‘স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’

মৎস্যজীবি লীগের আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক
যারা বাংলাদেশ রাষ্ট্র চায়নি, তারাই রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। ইতিহাসের বর্বরোচিত এ হত্যাকান্ডের মাধ্যমে দেশ পাকিস্থানি রাষ্ট্র এবং বঙ্গবন্ধ্রু আর্দশ মুছে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের দ্বারপ্রান্তে। তবে পরাজিত শক্তি ও দোসরা থেমে নেই। ৭১ এর পরাজিত স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা হরণ করার জন্য সর্বপ্রার ষড়যন্ত্র এখন চালিয়ে যাচ্ছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, গুলিস্থান কার্যালয়ে অংশ নেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আব্দুর রহমান বলেন, ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তানি অপশক্তি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে হত্যা করে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। অপশক্তির সে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, এ বিষয়ে মৎস্যজীবি লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৩রা নভেম্বর, ২১ আগস্ট আসলে আমার চোখে কেয়ামত ভেসে উঠে। দুটি দিনই আমার কাছে অত্যন্ত কষ্টের। ২১ আগস্ট ছিল নেত্রী হত্যার পরিকল্পনার চূড়ান্ত দিন। পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু কন্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের নেতৃত্বে হামলাটি চালানো হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগে বেশ কয়েকবার বলেছিলো- শেখ হাসিনা একশ বছরে ক্ষমতা আসতে পারবে না, এটি হামলা পরিকল্পনার অংশ, তা পরে বুঝা গেছে। কারণ সেদিন নেত্রী বেঁচে ছিলেন বলেই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, দেশ বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে।
আলোচনায় সভায় সভাপত্বি করেন মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সাইদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। সভায় আরও বক্তৃতা করেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি মোহাম্মদ আলমসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ।