সান্তাহারে আগুনে নিহতদের লাশ পরিবারে হস্তান্তর

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ৫ জনের লাশ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায়  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

ওসি জালাল উদ্দিন জানান, গতকাল রাতেই একজনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পকেটে মোবাইলের মাধ্যমে তার লাশ শনাক্ত করা হয়। এছাড়া আজ বেলা ১১টায় আরও ৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই লাশগুলোর পরিবার শনাক্তের জন্য বিভিন্ন ধরণের বর্ণনা দিয়েছিলেন সেই বর্ণনা অনুযায়ী লাশগুলো মিলে গেলে শনাক্ত করা হয়। যে কারণে ডিএনএ করে লাশ শনাক্তের প্রয়োজন পড়েনি।

এদিকে, আগুন লাগার খবর শুনে বগুড়া থেকে জেলা প্রশাসক জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।

আইএনবি/বিভূঁইয়া