রাঙামাটিতে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যসামগ্রী দিল সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর সেনা জোন দারিদ্র জনগোষ্ঠীদের ইফতার ও খাদ্য সামগ্রী দিল। আজ সোমবার সকালে নানিয়ারচর সেনা জোনের লেফটেনেন্ট কর্ণেল মো. কাইয়ুম হোসেন নেতৃত্বে সেনা সদস্যদের একটি বিশেষ দল উপজেলার পাহাড়ি অঞ্চলের বগাছড়ি, বুড়িঘাট ও হাতিমারা এলাকার ৮০টি পরিবারের মানুষের ঘরে ঘরে এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ২ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর এবং ১০ প্যাকেট বিস্কুট।

এ ব্যাপারে রাঙামাটি নানিয়ারচর সেনা জোনের লেফটেনেন্ট কর্ণেল মো. কাইয়ুম হোসেন বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এলাকার সুবিধাবঞ্চিত জনসাধারণের কল্যাণার্থে সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে বাঁচিয়ে নানিয়ারচর জোন ইতোমধ্যে ৬৫০টির অধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। পাহাড়ের মানুষের জন্য সেনাবাহিনীর এ সহায়তা অব্যাহত থাকবে।

আইএনবি/বিভূঁইয়া