মিয়ানমারের পাশে চীন রোহিঙ্গা ইস্যু উপেক্ষা করেই

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহল যখন রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ঠিক তখন পাশে দাঁড়িয়েছে চীন। মিয়ানমারের সঙ্গে কয়েকশ’ কোটি ডলারের বিভিন্ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে চীন।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার চলছে। চলতি সপ্তাহে মামলার রায় হবে। এর আগে মিয়ানমারের পাশে থাকার কথা জানাল চীন।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মিয়ানমার সফরকালে দুদেশের মধ্যে অন্তত ৩৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সাক্ষরিত এসব চুক্তিকে চীনের গ্লোবাল বেল্টের অংশ হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রয়টার্স বলছে, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে বাণিজ্য চালাতে পরিবহন ব্যবস্থা সহজতর করতেই মিয়ানমারের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে চীন। এসব চুক্তির মধ্যে রয়েছে রেল নেটওয়ার্ক গড়ে তোলা এবং রাখাইনে গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মত বিষয়।

গত প্রায় দুই দশকের মধ্যে কোনো চীনা প্রেসিডেন্ট মিয়ানমার সফর করলেন। চীনকে মহান দেশ হিসেবে উল্লেখ করেন সু চি। এছাড়া সফরে মিয়ানমারের আতিথেয়তার প্রশংসা করেন চীনা প্রেসিডেন্ট।

আইএনবি/বিভূঁইয়া