মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যু করোনায় নয়

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সংবাদমাধ্যমে দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনদিন ধরে খবর ঘুরছে। বিষয়টির সত্যতা এখনও স্বীকার করেনি দাউদের পরিবার বা পাকিস্তান। কিন্তু সোমবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার লন্ডনভিত্তিক একটি সংবাদমাধ্যম ভারতীয় গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। তবে আনন্দবাজার ওই বৃটিশ গণমাধ্যমের নাম তাদের রিপোর্টে উল্লেখ করেনি।

আনন্দবাজার লন্ডনের ওই পত্রিকার বরাত দিয়ে জানায়, কয়েক মাস আগে করাচিতে কঠোর নিরাপত্তার মধ্যেই মাফিয়া ডনের আড্ডায় এই অভিযান চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর চিকিৎসক শাখা। হঠাৎ করেই একের পর এক অঙ্গ বিকল হয়ে দাউদের মৃত্যু হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে কোনও বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল তার শরীরে।

দ্য ওয়াল নিউজ জানায়, ২০১৭ সাল থেকে দাউদকে হত্যায় তৎপর হয় পাকিস্তানি সেনাবাহিনীর একাংশ। মূলত মার্কিন চাপ ছিলো। বহু মার্কিন নাগরিককে হত্যায় অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে করাচি-ছাড়া করতে পাকিস্তানের ওপরে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র।

আনন্দবাজার জানায়, অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেনের ম্তৃ্যুতে পাকিস্তানের ভাবমূর্তি যেভাবে ধাক্কা খেয়েছিল, তার পুনরাবৃত্তি চায়নি বলেই দেশটি দাউদের হাত থেকে ‘নিষ্কৃতির’ পরিকল্পনা করেছিল বলে ভারতের গোয়েন্দা সূত্র লন্ডনের সংবাদপত্রটিকে জানিয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া