বিমান বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
বিমান বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ ২৮আগষ্ট শুক্রবার বিকেলে বিমান বন্দর রেলওয়ে পার্কিংয়ে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বাঙ্গালী জাতির জাতি সত্তাকে ধুলিস্মাৎ করার জন্যই বঙ্গবন্ধু কে হত্যা করা হয়।কিন্তু মানবতার জননী  শেখ হাসিনা বেচে থাকার কারণে তা সম্ভব হয়নি।১৫ আগষ্ট ২১ আগষ্ট একই সুত্রে গাথা।

বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাজাহান আলী মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান,  সহসভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারীসহ ন্যান্য নেতৃবৃন্দ‌।আলোচনা সভায় যুবলীগ ,ছাত্রলীগ , শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বলেন, জাতির পিতার ডাকে আমারা স্বাধীন জাতি পেয়েছি।সেই জাতির পিতাকে হত্যার জন্য জিয়াউর রহমান জড়িত।তাই জিয়াউর রহমানের বিএনপি কে নিষিদ্ধ ঘোষণা করার সময় এসেছে‌।১৫ আগষ্টে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন বিমান বন্দর থানা আওয়ামী লীগ।
সবশেষে প্রতিবারের ন‍্যায় কয়েক হাজার দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।