ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ৫ আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্ডাআনো দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত এ ঘটনায় ৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে জানিয়েছেন ফিলিপাইন ভলকনোলজি অ্যান্ড সিজমোলজি ইন্সটিটিউটের (ফিভলকস)। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সান্টোস শহরের প্রায় ৪০ মাইল উত্তরে।

ফিলিপাইনের ভূমিকম্পবিদ রেনাটো সলিডাম জানিয়েছে ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি নেই।

ভূমিকম্পের ফলে দেশটির অনেক স্থাপনা ভেঙে পড়েছে বলে জানা যায়। এ সময় মানুষ ভীত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

ফিলিপাইনে প্রায় হরহামেশায় ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ভূমিকম্পের ফলে এপ্রিলে ১৬জন এবং জুলাইয়ে ৯ জন নিহত হয়েছিল।

আইএনবি/বিভূঁইয়া