‘ট্রাম্পকে হত্যার জন্য খুঁজছি’

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিল ইরান। দেশটির রেভোলি‌উশনারি গার্ডস এরোস্পেস ফোর্স-এর প্রধান আমিরালি হাজিজাদেহ গতকাল শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর এনডিটিভির।

আমিরালি হাজিজাদেহ বলেছেন, ‘আমরা ট্রাম্পকে হত্যার জন্য খুঁজছি।’ দেশটির রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের এক হাজার ৬৫০ কিলোমিটারের ক্রুজ মিসাইল ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারে যোগ করা হয়েছে। ইতোমধ্যে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পাভেহ ক্রুজ মিসাইলের ফুটেজ প্রকাশ করেছে।’

২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি। এই নিয়ে চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। এদিন আমিরালি হাজিজাদেহ বলেন, ‘কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে আমরা নিরীহ সেনাদের হত্যা করতে চাইনি।’

সাক্ষাতকারে আমিরালি হাজিজাদেহ আরও বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাইছি। এ ছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং যে সামরিক কমান্ডাররা যারা সোলেইমানিকে হত্যার আদেশ জারি করেছিলেন তাদের হত্যা করা উচিত।’

এদিকে ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে আসছে ইরান- এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে।

আইডএনবি/বিভূঁইয়া