জাতীয় শোক দিবসে মৎস্যজীবী লীগের শ্রদ্ধা ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ। দিনটি উপলক্ষ্যে আজ শনিবার (১৫আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা এবং দোয়ার আয়োজন করে সংগঠনটি।

শ্রদ্ধা জানান সংগঠনটির সভাপতি ছায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করের নেতৃত্বে কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ,সহসভাপতি আবুল বাশার, মুহাম্মদ আলম, কেন্দ্রীয় মোঃ রাশেদুজ্জামান, মোঃ শাজাহান হাওলাদার, মোঃ ইউনুস, মোঃ ফিরোজ আহমেদ তালূকদার ,কাজী মোঃ শফিউল আলম শফিক, মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার,এম এইচ এনামুল হক রাজু, এস এম মামুন সিদ্দিকী,মোঃ সাঈদ, মোঃ নাজমুল হক, মোঃ রেজুয়ান আলী খান আর্নিক ,মোঃ হাবিবুর রহমান হাবিব মোঃ ইউসুফ আলী বাচ্চু সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন মৎস্যজীবী লীগ। প্রতিবারের ন্যায় মৎস্যজীবী লীগ গুলিস্থানে কয়েক হাজার ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।