এপ্রিলে পাকিস্তানে করোনা আক্রান্ত ১৫ সহস্রাধিক শিশু

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানে এক থেকে ২০ বছর বয়সী ১৫ হাজারের বেশি ‘শিশু’ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় তরঙ্গে বিপাকে পড়ে দেশটির লড়াইয়ের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে।

জানা গেছে, গত এপ্রিলে ১৫ হাজারের বেশি আক্রান্ত শিশুর মধ্যে প্রায় তিন হাজার জনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। বাকিদের বয়স ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, ২০২০ সালের মার্চে সে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর এখন পর্যন্ত ৯৩ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক, পাকিস্তানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট লাখ ৩৭ হাজার ৫২৩ জন এবং মারা গেছে ১৮ হাজার ৩১০ জন।
সূত্র : হাবার্লার ডটকম, ওয়ার্ল্ডোমিটার

আইএনবি/বিভূঁইয়া