নিউজিল্যান্ডে ফের করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন উঠানোর ২৫ দিন পর দেশটিতে ফের নতুন আক্রান্ত পাওয়া গেছে। নিউজিল্যান্ডে ফের দুজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। অবশ্য ওই দুইজনই সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানান, টানা ২৫ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে বিদেশফেরত দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। হয়ত ফেরত আরও অনেকেই এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারেন।

তবে এসব বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য সরকার পরিচালিত কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সময়ে তারা করোনামুক্ত কিনা তা দুবার পরীক্ষা করে দেখা হবে।

এর আগে গত ৮ জুন অকল্যান্ডের কোভিড-১৯ আক্রান্ত এক নারী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটিতে সর্বশেষ করোনা রোগী। এরপরই নিজেদের করোনামুক্ত ঘোষণা করে নিউজিল্যান্ড এবং লকডাউন তুলে নেয়।

প্রসঙ্গত, ৫০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নিউজিল্যান্ডে প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ে গত ২৮ ফেব্রুয়ারি। এরপর দেশজুড়ে কঠোর লকডাউন আরোপ করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। কয়েক সপ্তাহ ধরে কড়া লকডাউন প্রয়োগের মাধ্যমে মহামারি ঠেকাতে সক্ষম হয় দেশটি।

আইএনবি/বি.ভূঁইয়া