ঈদ উপলক্ষে নড়িয়া-সখিপুরে সাড়ে ১৩’শ ইমাম-মুয়াজ্জিনদের নগদ অর্থ দিলেন উপমন্ত্রী শামীম

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর

করোনা ভাইরাস আক্রমন শুরু হওয়ার সাথে সাথেই শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) বাসীকে সহায়তায় জন্য নানা উদ্যোগ গ্রহন করেছেন স্থানীয় সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী দানবীব একেএম এনামুল হক শামীম।

অসহায় মানুষের জন্য ভ্রাম্যমান মেডিকেল সেবা থেকে শুরু করে ঘরে ঘরে ত্রান পৌছে দেয়া সহ বিভিন্ন ব্যাতিক্রমধর্মী কার্যক্রম এখনো অব্যহত রেখেছেন তিনি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ছুটে আসছেন নড়িয়া-সখিপুরের প্রতিটি এলাকায়। খোঁজ নিচ্ছেন লকডাউনে কর্মহীন অসহায় জনগন ও নেতাকর্মীর।

এবার তার রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছা এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার নিজস্ব তহবিল থেকে নড়িয়া-সখিপুরের সাড়ে ১৩’শ ইমাম-মুয়িজ্জিনদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপমন্ত্রী শামীম । আগামী ঈদুল ফিতর, রমজান মাস ও লকডাউনের কথা চিন্তা করে এ অর্থ সহয়তা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও তার ব্যাক্তিগত সহকারীর মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের হাতে হাতে এ অর্থ সহায়তা পৌছে দেয়া হয়।