ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত শনিবার গাজা থেকে রকেট হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ফিলিস্তিনের জঙ্গিরা এই হামলা চালিয়েছে । তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে গত বৃহস্পতিবার ইসরায়েলের বাহিনী ইসলামিক জিহাদের দুই নেতাকে হত্যা করলে গোষ্ঠীটি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত গাজা শহরের পূর্বে দুটি পর্যবেক্ষণ পোস্টে গুলি চালায়। এই অঞ্চলটি হামাসের নিয়ন্ত্রণে।

এদিকে আরব নিউজ বলছে, রকেট হামলার জবাবে ইসরায়েলের বিমান বাহিনী রাতজুড়ে গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলার জবাবে আইডিএফ ফাইটার জেটগুলো রাতজুড়ে হামাস সন্ত্রাসী সংগঠনের এক অস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া