মুহিউদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ আহমদ শাহ। আজ শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

মুহিউদ্দিন ইয়াসিন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামীকাল রোববার তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন। গত ২৩ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ।

পরে রাজার অনুরোধে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য নির্বাচনের মাধ্যমে আবারো প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিয়েছেন ২৪ বছর দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা এই প্রবীণ রাজনীতিক।