সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বলা হলেও কার্যত ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান, ছুটি বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রী তা অনুমোদন করলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

ফলে আগামী ১০ ও ১১ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় বর্ধিত সাধারণ ছুটির মেয়াদ হবে ১১ এপ্রিল পর্যন্ত।এরআগে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দেশে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সঙ্গে সড়ক, নৌ, আকাশ পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে সবাইকে ঘরের ভেতরে থাকতে বলা হয়।

এদিকে মঙ্গলবার সকালে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালেই ছুটি বাড়ানো হতে পারে বলে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ছুটিটা সীমিত আকারে বাড়ানো যেতে পারে।

আইএনবি/বিভূঁইয়া