শরীয়তপুরে ৪’শ ইমাম ও মোয়াজ্জিনদের ঈদ সামগ্রী দিলেন এসপি আশরাফুজ্জামান

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর ।।
টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সেই অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ নিজস্ব উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের বিস্তারের কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান ।
বৃহস্পতিবার ২১ মে দুপুর ১২ টায় পালং মডেল থানা চত্বরে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদের ৪’শ জন ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৪ জনকেও এই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম,
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পালং মডেল থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।