ল্যাবএইডের লাইসেন্স বাতিল ও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আইএনবি ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ল্যাবএইড ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিব রেজার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) তার পরিবারের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু হয়।

 

আইএনবি/বিভূঁইয়া