রোহিঙ্গা শিবিরের পাহাড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের নছিরউল জামান নামক জায়গায় পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাত গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তবে এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরের একটি স্থানে শীর্ষ ডাকাত জাকির ও সেলিম গ্রুপের সদস্যরা অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। এসময় ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ে। এর আগে সোমবার গভীর রাতে ওই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী জাকির ও সেলিম ডাকাত গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এই ঘটনার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া