রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ইয়াবা ও জাল টাকাসহ আটক-৩

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এপিবিএন পুলিশ সদস্যরা ২২ নম্বর শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে উনচিপ্রাং ২২নম্বর শরনার্থী শিবির ডি ব্লক এলাকা থেকে ইয়াবা ও জাল নোটসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ব্লক ডি/১এর বাসিন্দা আলী আহমদের ছেলে মো. সেলিম (২৭),একই শিবিরের ব্লক ডি/৪ এর বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে মো. রিদুয়ান (২৬)তার স্ত্রী আনোয়ারা(২৩)।

মঙ্গলবার (২০ অষ্টোবর) সন্ধ্যা এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি দল উনচিপ্রাং ২২নম্বর শরনার্থী শিবিরে ডি-ব্লকের আলী আহমদ ও রিদুয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জাল নোট, ৩শ’২০পিস ইয়াবাসহ রোহিঙ্গা এক নারীসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও জাল নোটসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া