রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

উখিয়া প্রতিনিধি: গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাম্পে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) মো. ওবায়দুল্লাহ গতকাল শনিবার রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানানি।

উখিয়া ফায়ার সার্ভিসের সদস্য মো. জলিল জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ক্যাম্পে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গা বাসিন্দারা অনেক চেষ্টা করে রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে গত ১২ মে সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় ৩১২টি ঝুপড়ি ঘর ও ৩৭টি দোকান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক এক কোটি টাকার।

আইএনবি/বি.ভূঁইয়া