রাজধানীর বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

আইএনবি ডেস্ক: রাজধানীর বরিশাল প্লাজার ৪র্থ তলায় শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বরিশাল প্লাজায় আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। নিযুক্ত ছিলো একটি হেলিকপ্টারও।

এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার এলাকার ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হন।

 

আইএনবি/বিভূঁইয়া