রাজধানীতে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষও অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সারাদেশে সংগঠনটির নেতাকর্মীরা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রেখেছে।
রাজধানীতে করোনা ভাইরাস মোকাবেলায় নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবকলীগ। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রমজান উপলক্ষ্যে অসহায় ছিন্নমূল, দিনমজুর মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে কেন্দ্রীয় কমিটি।
২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ উদ্বোধণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
গুলিস্থানে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এরপর পিক্যাব ভ্যানে করে রাজধানীতে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রি কয়েক শতাধিক ছিন্নমূল মানুষের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতারারা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা ভাইরাসের প্রকোপের পর হতেই নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। অনেক স্থানে কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিচ্ছেন আমাদের কর্মীরা। সারাদেশে আমাদের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রমজান উপলক্ষ্যে অসহায় ছিন্নমূল, দিনমজুর মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা শুরু হয়েছে। এ কর্মসূচি চলমান থাকবে।