যুবলীগের চেয়ারম্যান হচ্ছেন রিদওয়ান ববি?

আইএনবি প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যাসিনো কেলেংকারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে সমালিচত। যুবলীগের প্রথম সারির অধিকাংশ নেতার বিরুদ্ধে উঠেছে নানারকম দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড এবং ক্যাসিনো বাণিজ্যের অভিযোগ। ১৪ সেপ্টেম্বর থেকে দলের কোনো কর্মসূচী নেই।

ভারত সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সাথে বৈঠকে নভেম্বরের মধ্যে যুবলীগসহ তিনটি অঙ্গসহযোগী সংগঠনের সম্মেলন শেষ করার ঘোষণা দিয়েছেন। সেই আলোকে যুবলীগের সম্মেলনের দিন তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

যুবলীগের নেতৃত্বে কারা উঠে আসবেন তা নিয়ে নানারকম কথা বার্তা চলছে। তবে যুবলীগের যারা সৎ কর্মী তারা সংগঠনটির নেতৃত্বে বঙ্গবন্ধুর উত্তরসূরী কাউকে আনার প্রস্তাব করেছে। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নির্বাহী পরিচালক রিদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম আলোচনায় এসেছে।

যুবলীগের যারা ত্যাগী পরীক্ষিত কর্মী তারা মনে করছেন যে, ববি তরুণদের আইকন। তিনি শিক্ষিত, মেধাবী, তরুণ গবেষক এবং একই সঙ্গে জাতির পিতার উত্তরসূরী। যুবলীগের ত্যাগী পরীক্ষিত কর্মীরা ববিকে যুবলীগের চেয়ারম্যান করতে আগ্রহী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও উত্থাপন করতে চায় তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাতে রাজি হবেন কিনা এব এ দায়িত্ব ববি নিতে আগ্রহী কিনা সেটা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।

আইএনবি/ভূঁইয়া