ভারতে ২০ স্বর্ণের বার পাচারের সময় আটক দুই

বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা, যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের (৩ কেজি ৮৯১ গ্রাম) বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন । এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে একটা স্বর্ণের চালান পাচার হবে। বালুন্ডা কেষ্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক স্বর্ণ ও পাচারকারী দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া