ভারতে আবারও কোভিড হাসপাতালে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে একটি কোভিড হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজন মারা গেছেন। এছাড়া আরও দুজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ৮টার দিকে আগুন লাগে। খবর এনডিটিভি।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। হাসপাতালটি খালি করা হয়েছে।

চারটি লাশ হাসপাতালে পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক।

নাগপুরের কোভিড ওই হাসপাতালটিতে ৩০ শয্যা বিশিষ্ট সুবিধা রয়েছে; যার মধ্যে ১৫টি ছিল নিবিড় পরিচর্যা ইউনিটের বিছানা।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

এর আগেও ভারতের বেশ কয়েকটি কোভিড হাসপাতালে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটেছে।

আইএনবি/বিভূঁইয়া