বৌভাত অনুষ্ঠানে মাংসে বিষ মেশানোর অভিযোগে কসাই আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিয়ের বৌভাত অনুষ্ঠানে খাবারের গরুর মাংসের সঙ্গে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কসাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো. আইয়ুব খানের (৩০) বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিলো । অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) বাবুর্চি রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুলের নাম বলেন। উক্ত বাবুর্চিকে কাজ না দেয়ায় তার পরামর্শে একাজ হয়েছে বলে জানান কসাই রাজীব।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান বলেন, এ ঘটনায় কসাই ও তার সহযোগীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কসাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া