বোমা বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত

আইএনবি ডেস্ক: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে মধ্যপাড়ায় শনিবার রাত সাড়ে ৯টায় বোমা বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদের  ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক।

সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য তারা বোমা তৈরি করছিলেন। এ সময় তারা নিজের বানানো বোমার বিস্ফোরণেই আহত হন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেননি।

 

আইএনবি/বিভূঁইয়া