বিজয় দিবসে শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধ নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুব লীগ। আজ সোমববার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন যুবলীগ। যুবলীগের নেতাকর্মীদের নিয়ে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর নেতৃবৃন্দ সকাল ৮ টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে পরাধীনতার শিকল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল সর্বস্তরের জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালিকে হত্যা, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের হারিয়ে এদিন বিশ্বের বুকে স্বাধীন ভূখন্ড হিসেবে লাল সবুজের পতাকাবাহিত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাই আজকের এদিনে বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের স্বাধীনতা-বিরোধী শক্তিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সজাগ থাকার আহবান জানাই।