বগুড়ায় বাসচাপায় নিহত ১

আইএনবি নিউজ: শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি নামক স্থানে নন্দীগ্রামে বাসচাপায় রব্বানী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

নিহত রব্বানী নওগাঁ জেলার রানীনগর থানার হাসিবপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে ।

জানা গেছে, রংপুর থেকে রাজশাহীগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৪৬৪) শনিবার রাত ৮টার দিকে কৈগাড়ি নামকস্থানে একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এতে লেগুনাটি মুহূর্তে দুমড়ে- মুচড়ে যায় এবং সাতজন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় রব্বানী মারা যায়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পর বাসের চালক হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া