প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মিলাদ, বিশেষ দোয়া ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মে) মিরপুর ১৪ নম্বরে ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এতে অংশ নেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আবজালুর রহমান বাবু।
আরও অংশ নেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা- গাজী মেসবাহ উদ্দিন সাচ্চু, আব্দুল আলীম বেপারী, মোবাস্বের হোসেন চৌধুরী, আজিজুল হক আজীজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম, দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ১৯৮১ সালের এ দিনে রক্তচক্ষু উপক্ষো কওে নেত্রী দেশে ফিরেছিলেন। যার বদৌলতে আজকের উন্নত বাংলাদেশ আমরা পেয়েছি। এজন্য নেত্রীর দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা কওে দোয়া ও খাদ্য সামগ্রি বিতরণ করেছি।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা চালু করেছে পল্টন থানা আওয়ামী লীগ। রেবাবার সকালে শান্তিনগর ইস্টার্ণ প্লাস মার্কেটের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করনে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল। এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।