প্রথম বারে টেলিভিশনের পর্দায় হাজির হলেন মোল্লা ওমরের ছেলে

আর্ন্তজাতিক ডেস্ক: প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুব । বুধবার তিনি টেলিভিশনে দেওয়া ভাষণে স্থানীয় ব্যবসায়ীদের হাসপাতাল ও ক্লিনিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তালেবান প্রথম দফায় নব্বই দশকের শেষ দিকে ক্ষমতায় আসার পর মোল্লা ওমর খুব কমই জনসম্মুখে আসতেন।  তার ছবি প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এমনকি ২০১৩ সালে মৃত্যুর পরও দুই বছর সেই খবর গোপন রাখা হয়েছিল। তবে ২০ বছর পর গত আগস্টে দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর তালেবান সরকারের মন্ত্রীরা অনেক বেশি জনসম্মুখে আসছেন এবং রাজনৈতিক ভূমিকা পালন করছেন।

মোহাম্মদ ইয়াকুব বলেছেন, ‘আসুন এখানে কিছু অর্থ বিনিয়োগ করি, ব্যবসায়ীরা ভাইদের এখানে হাসপাতাল, ক্লিনিক তৈরি করতে হবে, এখানে চিকিৎসকদেরও আসতে হবে।’

তালেবানরা ক্ষমতা দখলের পর বিদেশিরা আফগানিস্তান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে। এতে দেশটির অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। এর প্রভাবে আফগান স্বাস্থ্যখাতেও বিপর্যয় নেমে এসেছে। অনেকেই চিকিৎসা নিতে প্রতিবেশী দেশগুলোর হাসপাতালে ছুটছেন।

 

আইএনবি/বিভূঁইয়া